সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ৬৩৪ বারে ২ লাখ ৫১ হাজার ৯৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৮৮ বারে ২ লাখ ৪৮ হাজার ৯৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি ৩৭ বারে ১২ হাজার ১০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সিভিও পেট্রোকেমিক্যালের ৭.৫১ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫.৩২ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৫৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫.৪৯ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৪.৪৫ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৪.৪৫শতাংশ, এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস