কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এমআরডিআই-এর সহযোগিতায় ডিজিটাল হাইজিন ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ডিজিটাল হাইজিন বিষয়ক প্রশিক্ষক হিসেবে ছিলেন এমআরডিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হাসিবুর রহমান মুকুর এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম।
সেমিনারে হাসিবুর রহমান মুকুর বলেন, লিংক দেখলেই ক্লিক করা যাবে না। হতে পারে সেটা ফাঁদ। তাই আগে থামুন, চিন্তা করুন, তারপর কাজ করুন। তিনি আরও বলেন, আমরা ডিজিটালে বাস করলেও আমরা কেউ নিরাপদ না। কারণ যেকোন সময় আমাদের সকল তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।
এছাড়াও সেমিনারে অংশগ্রহণকারীদের ডিজিটাল হাইজিন, সাইবার অপরাধ, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং, তথ্য বিশৃঙ্খলা এবং তথ্য বিভ্রাট সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বলেন, আমরা সবাই সেমিনারটির মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছি। আমাদের আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। প্রশিক্ষণ গ্রহণের আগে আমাদের চিন্তা-ভাবনা একরকম ছিল, আর প্রশিক্ষণ শেষে এখন তা আরও পরিবর্তিত হয়েছে। এখন আমরা আবেগের তাড়নায় অনলাইনে কোনো তথ্য বা ছবি শেয়ার করব না, যা আমাদের ভবিষ্যতে ক্ষতির মুখে ফেলতে পারে।
সেমিনারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম এবং প্রভাষক জাকিয়া জাহান মুক্তা, কুমিল্লা পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক আব্দুল্লাহ- আল মামুন উপস্থিত ছিলেন।
বিএইচ