Top

পয়সারহাট ব্রিজের মাঝে ফাটল, পারাপারে ঝুঁকি

১৯ ডিসেম্বর, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ
পয়সারহাট ব্রিজের মাঝে ফাটল, পারাপারে ঝুঁকি
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

পয়সারহাট সন্ধ্যা নদীর উপরে নির্মীত পয়সারহাট ব্রিজটি দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যানবাহন। এই ব্রিজটির উপর দিয়ে বরিশাল গোপালগঞ্জ মহাসড়ক। ব্রিজের পূর্ব পাশের দুই নম্বর পিলার ও তিন নম্বর পিলারের উপরের জয়েন্টে ফাটল ধরে গর্ত হয়ে আছে কয়েক বছর ধরে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় হাজার হাজার যানবাহনের।

ছোট বাহনগুলো ঝুকি নিয়ে এক পাশ দিয়ে চলাচল করতে পারলেও বড় গাড়ি আসলে জ্যাম লেগে যায় মুহুর্তেই।

ছোট গাড়ি চলাচল করতে পারলেও মালবাহী গাড়ি স্বাভাবিকভাবে যেতে পারে না। ব্রিজের পূর্ব পাশের এই ফাটলের স্থানটি বিপদজনক যায়গা হিসাবে চিহ্নিত হয়েছে। এই ব্রিজ দিয়ে কুয়াকাটা টু যশোরের সরাসরি গাড়ি চলাচল করে। বরিশাল ও গোপালগঞ্জের লোকাল গাড়ি চলাচল করে।

এলাকাবাসী জানায়, প্রায় দুই বছর আগে এমন ফাটল হলে একবার মেরামত করা হয়। কিন্তু কিছুদিনের মধ্যে আগের মত হয়ে যায়।

স্থানীয় ভ্যান চালক মিলন বেপারি জানান, যখন যাত্রী নিয়ে ভাংগা যায়গা ক্রোসিং করতে হয় তখন ঝুঁকি নিয়ে চলতে হয়, যাত্রী নিয়ে পারাপার হতে অনেক সময় ভ্যানের চাকা বাকা হয়ে যায়।

এ নিয়ে পয়সারহাট বাইক চালক সমিতি অভিযোগ করে জানায়, অনেক সময় বাইক কিছুটা গতিতে থাকলে তখন এখানে এসে বিপদে পড়তে হয়৷ মাঝেমধ্যে বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে।

এলাকাবাসি ও চলাচলকারীদের দাবি, এই ঝুঁকিপূর্ণ যায়গা যথাসম্ভব দ্রুত মেরামত করে দেয়া হোক। মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

এম জি

শেয়ার