Top

অগ্রণী ব্যাংকে অডিট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

২১ ডিসেম্বর, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ
অগ্রণী ব্যাংকে অডিট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক :

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ‘অ্যাওয়ারনেস অব ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মহাব্যবস্থাপক (রিকভারী) এ কে এম শামীম রেজা, মহব্যবস্থাপক (অডিট) মো. সামিউল হুদা প্রমুখ। এবিটিআই -এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় অগ্রণী ব্যাংকের অডিট ও ইন্সপেকশন ডিভিশন-১, অডিট ও ইন্সপেকশন ডিভিশন-২, অডিট কমপ্লায়েন্স ডিভিশন (এক্সটারনাল), অডিট কমপ্লায়েন্স ডিভিশন (ইন্টারনাল) এবং অডিট মনিটরিং ডিভিশনের ৬১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

এনজে

শেয়ার