শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ডিসেম্বর) বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ নুরুজ্জামান বাদল। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিঝিকান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা শুরা সদস্য আলহাজ মাওঃ মোঃ নূরুন্নবী,ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও . মো. নূরুল ইসলাম, সেক্রেটারি মো. ফরহাদ হোসাইন,মো. আব্দুর রহিম মো. আসাদুল্লাহ সিরাজী, মালিঝিকান্দা ইউনিয়ন শাখা সেক্রেটারি মো. রেজাউল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , সুবিধাভোগি হতদরিদ্র শীতার্ত পরিবারের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিএইচ