Top

আগে নিজে পবিত্র হও তারপর জমিন পরিবর্তন কর : শফিকুল ইসলাম মাসুদ

২২ ডিসেম্বর, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ
আগে নিজে পবিত্র হও তারপর জমিন পরিবর্তন কর : শফিকুল ইসলাম মাসুদ
জেলা প্রতিনিধি :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, পবিত্র পরিচ্ছন্ন একটা রাষ্ট্র গঠন করতে চাইলে আগে পবিত্রতা পরিচ্ছন্ন নিজের থেকে শুরু করতে হয়। আগে নিজে পবিত্র হও তারপর জমিন পরিবর্তন করো।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পটুয়াখালীর বাউফলের ধানদী কামিল মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো মাদ্রাসা আবু জেহেল তৈরি করবে না। সে জন্য ইমানিয়তের জায়গাটা আমাদের ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, যে শিক্ষা মানুষকে স্রষ্টামুখী না করে সেটা আসলে শিক্ষা নয়। ওই শিক্ষা মূলত আজকের যুগের কাউকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে পারে। একই সঙ্গে তাকে আবু জেহেলও বানাতে পারে।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, জীবন পবিত্র না হলে জমিন কীভাবে পরিবর্তন হবে? জীবনই যে পবিত্র করতে পারে না, সে ৫৬ হাজার বর্গমাইল জমিন পবিত্র করবে কী করে?

মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মাদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সূবর্ণ জয়ন্তীর আলোচনা সভায় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইদ্রিস আলী, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমির হামজা, মাদ্রাসার প্রাক্তন ছাত্র এনবিআরের কর্মকর্তা দৈয়দ আব্দুল মোমেন, ঝালকাঠির সহকারী জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার