নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদনে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে মৎস্য চাষীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরী সহায়তায় আরএমটিপি প্রকল্পের আওতায় সোপিরেট হলরুমে এই আয়োজন করেন সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহমুদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোপিরেট সংস্থার ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ শরীফ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো: তাজুল ইসলাম। এসময় সোপিরেটের অন্যান্য প্রকল্প কর্মকর্তা ও মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে প্রকল্পভূক্ত ২৫জন চাষী ও উদ্যোক্তাকে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়েছে।
এম জি