‘আপনারা যেকোনো উপায়ে আমার ছেলেকে খুঁজে দিন। ভালো মন্দ যেরকমই হোক আমার ছেলেকে ফেরত চাই’- মানববন্ধনে কেঁদে কেঁদে এভাবেই নিজের আকুতি জানিয়েছেন চার দিন ধরে নিখোঁজ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসানের বাবা।
গত শুক্রবার নিখোঁজ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১-২২ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান দ্রুত নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করার দাবিতে আরবি বিভাগের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদের বাবা এসব কথা বলেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্মারকলিপি পাঠ করেন নিখোঁজ খালেদের সহপাঠী রিয়াদুল ইসলাম।
উপাচার্য বরাবর প্রেরিত স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের এবং সার্জেন্ট জহুরুল হক হলের রুম নম্বর ২০৯ এর আবাসিক শিক্ষার্থী খালেদ হাসান গত শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর হতে নিখোঁজ। সে শেখ হাসিনা বিরোধী আন্দোলন এবং নিরাপদ ক্যাম্পাস আন্দোলনে সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন। এই মুহূর্তে তার গুম বা নিখোঁজ হওয়া অস্বাভাবিক, উদ্বেগজনক। যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা শিক্ষার্থীরা এই ঘটনার পর খুবই দুশ্চিন্তাগ্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।
এছাড়াও স্মারকলিপিতে উপাচার্য বরাবর তিন দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- খালেদ হাসানকে দ্রুত খুঁজে পেতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আধুনিক সিসি ক্যামেরার সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা এবং শিক্ষার্থীদের জন্য করণীয় উল্লেখ করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোটিশ জারি করতে হবে।
এম জি