ইমাম হোসেনকে আহবায়ক ও সেলিম রেজাকে সদস্যসচিব করে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সেক্রেটারি নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি প্রকাশিত হবার পরে রাত্রে তিতুমীর কলেজ মূল ফটকে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি মহাখালী এলাকা প্রদক্ষিণ করে শেষ করে।
নেতাকর্মী’দের অভিযোগ, এই কমিটিতে যারা আছেন তাদের অধিকাংশেরই ছাত্রত্ব নেই।নেতাকর্মীরা এই কমিটিকে আদুভাইয়ের কমিটি বলে প্রত্যাখ্যান করে। এই কমিটিকে পকেট কমিটি আখ্যায়িত করে প্রত্যাখ্যান করে ছাত্রনেতারা। যারা অবৈধ হাসিনা সরকারের আমলে হামলা মামলার স্বীকার হয়েছে তাদের মূল্যায়ন করা হয়নি।
মিরাজ আল-ওয়াসি বানিজ্য প্রতিদিন কে বলেন, আমি সাবেক এক নাম্বার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলাম। আমি সব থেকে বেশি হামলা মামলার স্বীকার হয়েছি আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমি এই পকেটে কমিটি প্রত্যাখ্যান করলাম।
সাধারণ শিক্ষার্থীরা বলেন আমরা শিক্ষার্থীরা বাহিরের কাউকে এই ক্যাম্পাসে রাজনৈতিক পরিচয়ে দেখতে চাইনা। এই কমিটির কারো কারো ছাত্রত্ব এক যুগ আগেই শেষ হয়েছে।
এনজে