Top
সর্বশেষ

মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

২৬ ডিসেম্বর, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ
মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের আইনশৃঙ্খলা বাহিনী দেশটির বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি গ্রেফতারে জোরালো অভিযান চালাচ্ছে।  মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা (অ্যান্টি টেররিজ়ম সেল বা এটিসি) এবার এক সঙ্গে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

এ বিষয়ে মহারাষ্ট্র পুলিশ আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছে, বুধবার থেকে মুম্বই, নভি মুম্বাই, ঠাণে এবং নাসিকের বিভিন্ন ঠিকানায় স্থানীয় থানাগুলোর সহযোগিতায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ এবং তিন জন নারী বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে।  তাদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড মিলেছে বলেও পুলিশের দাবি।

আর সংবাদ সংস্থা পিটিআই তাদের প্রতিবেদনে বলেছে, আটককৃতরা প্রত্যেকেই কোনও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছিলেন।

এছাড়া আটককৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আনন্দবাজারের খবর অনুসারে, গত সপ্তাহে মোহিন হায়াত বাদশা শেখ ওরফে মহিউদ্দিন নামে ৫১ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ।  পুলিশি জেরার মুখে মহিউদ্দিন জানান, ৩৪ বছর আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিলেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে ভারতে প্যান, আধার এবং ভোটার কার্ডও জােগাড় করে নেন।

এর আগে গতকাল বুধবার অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে দেবেন্দ্র ফড়নবিশ এই ঘোষণা দিয়েছেন বলে এক  প্রতিবেদনে জানিয়েছে ইটিভি ভারত।

দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন, তাদের চিহ্নিত করার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে ফড়নবিশ বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শিগগিরই বিতাড়িত করা হবে। বর্তমানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য তল্লাশি অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনজে

শেয়ার