Top
সর্বশেষ
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত দেশে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত 

চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

২৬ ডিসেম্বর, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
চাঁদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকায় প্রায় অর্ধশত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চান্দ্রা বাজার ফাজিল ডিগ্রী মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মো. আনোয়ার হোসেন খান।

উপদেষ্টা মাওলানা মোঃ সালাউদ্দিন চাঁদপুরীর সভাপতিত্বে প্রধান মেহমানের বক্তব্য দেন ব্যারিস্টার মুহম্মদ সাঈদ (বাকী)।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. জিয়াউল হক মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সান্দুরা বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এতিম মোস্তফা হামিদী, গাজীপুর হরিপুর সিনিয়র ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূর মোহাম্মদ খান, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, আমরা ইয়াকুব আলী শাহরুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আওলাদ হোসেন।

বিশেষ অতিথিদের মধ্যে আরো বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. খোরশেদ আলম মিন্টু, নূরে আলম, সেলিম পাটোয়ারী ও নাছির আহমদ।

বক্তারা বলেন, এই সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে করনাকালীন সময়ে খাদ্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, চিকিৎসা সেবা দিয়েছেন এবং অন্যান্য দুর্যোগকালীন সময়েও তারা অসহায় মানুষের পাশে ছিলেন। তাদের এই উদ্যোগের সাথে স্থানীয় প্রবাসীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। মানবকল্যাণে এই সংগঠনটি ধারাবাহিকভাবে তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে এমন প্রত্যাশা করেন বক্তারা।

অনুষ্ঠানে চাঁন্দ্রা বাজার এলাকায় বিভিন্ন দুর্যোগ এর সময়ে সামাজিক কাজে অবদান রাখার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকার শতাধিক দুস্থ ও অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এনজ

শেয়ার