চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সম্মেলন উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে শহর জামায়াত।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে নতুন বাজার ও পুরান বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি মোঃ বেলায়েত হোসেন ও সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ।
শোভাযাত্রায় শহর জামায়াতের সকল ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,২৮ ডিসেম্বর শনিবার বিকেলে স্থানীয় বাস স্ট্যান্ড এলাকায় সদর উপজেলা জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এম জি