Top
সর্বশেষ
নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই: পররাষ্ট্র উপদেষ্টা ৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর এক বছরের মধ্যে ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার হবে: চিফ প্রসিকিউটর ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

২৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০৩ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটার ১১ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৪ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৮ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৯ কোটি ২৯ লাখ টাকা, জিপিএইচ ইসপাতের ৬ কোটি ৮৯ লাখ টাকা, ফাইন ফুডসের ৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা, খান ব্রাদার্সের ৬ লাখ ৫২ লাখ ৪০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার