Top
সর্বশেষ
২৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ মার্চ ফর ইউনিটি: শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসী গ্রেফতার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু বুধবার বাণিজ্যমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সম্মেলন, সভাপতি হাফিজ সম্পাদক মুন্না

২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ
বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সম্মেলন, সভাপতি হাফিজ সম্পাদক মুন্না
স্টাফ রিপোর্টার, পাবনা :

বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা পরিষদের আব্দুর রশিদ মিলনায়তনে জাকজমকপূর্ণ ভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান ইমাম তালুকদার, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হল স্বাধীন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, সুজানগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দৈনিক আজকের দর্পণ পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, দৈনিক ভোরের ডাক পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আলমগীর হুসাইন অর্থ, আনন্দ বাজার পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি শিশির আহমেদ, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া (পাবনা জেলা) প্রতিনিধি রাজিব জোয়ার্দার, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি রোকন বিশ্বাস, দৈনিক জনবানী পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন হোসেন অর্ণব, আমাদের মাতৃভূমি পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিন, আজকের দর্পণ পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সম্মেলনে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একইসাথে মফস্বলে কর্মরত গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেস ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় একাত্তর টেলিভিশনের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজকে সভাপতি ও দৈনিক ভোরের সময় পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

এম জি

শেয়ার