Top
সর্বশেষ
পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি কোম্পানিগুলোর তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে কাজ করছি: বিএসইসি চেয়ারম্যান দেশের ইতিহাসে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো ডিসেম্বরে আর বিদেশে বই ছাপানো হবে না: শিক্ষা উপদেষ্টা ২৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত

২৯ ডিসেম্বর, ২০২৪ ৮:৫২ পূর্বাহ্ণ
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক :

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে আরও ৪৮ ফিলিস্তিনি নিহত ও ৫২ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৫ হাজার ৪৮৪ জনে পৌছাল। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

বার্তা সংস্থা আনাদোলু শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৪৮৪ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৪৮ জন নিহত এবং আরও ৫২ জন আহত হয়েছেন। হামলায় আরও অন্তত এক লাখ ৮ হাজার ৯০ জন ব্যক্তি আহত হয়েছেন।

এনজে

শেয়ার