Top
সর্বশেষ
২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০ মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬২

২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬২
আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ায় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেএতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১৮১ জন আরোহী ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এ বিষয়ে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। এতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ছিলেন। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা রয়টার্সকে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

একজন বিমানবন্দর কর্মকর্তা জানান, বিমানের লেজের অংশে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, বিমানের যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং দুজন থাইল্যান্ডের নাগরিক ছিলেন।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের সিস্টেমে পাখি আটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ছে। অন্য একটি ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে।

দক্ষিণ কোরিয়ার ফায়ার এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৮০ জন দমকলকর্মী এবং ৩০টির বেশি দমকল গাড়ি মোতায়েন করা হয়েছে।

এনজে

শেয়ার