Top
সর্বশেষ

কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের পান্থাপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ঢাকাগামী কাভার্ড ভ্যানটি একই মুখী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম নিহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানায় রয়েছে এবং ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।

এনজে

শেয়ার