Top
সর্বশেষ

গাইবান্ধায় ডেলিভারি সেন্টার চালু রাখার দাবিতে সমাবেশ

৩১ ডিসেম্বর, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
গাইবান্ধায় ডেলিভারি সেন্টার চালু রাখার দাবিতে সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ডেলিভারী সেন্টারটি চালু রাখার দাবিতে সমাবেশ ও মানববন্ধন পালন করা হয়েছে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাসদ মার্কসবাদী ঘাগোয়া ইউনিয়ন শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ের সামনে মানব বন্ধন – সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়।

ইউনিয়ন সংগঠক আয়নাল হকের সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন বাসদ গাইবান্ধা জেলার আহ্বান কমরেড আহসানুল হাবীব সাঈদ, জেলা সদস্য এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, ইউনিয়ন সংগঠক জহুরুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন দুই বছর ধরে ঘাগোয়া রূপারবাজারে পরিবার পরিকল্পনা ক্লিনিকের মাধ্যমে চরাঞ্চলসহ কয়েকটি ইউনিয়নের গর্ভবতী মায়েদের ডেলিভারি সেবা দিয়ে আসছে। প্রতি মাসে গড়ে প্রায় ৪০ জনের মত গর্ভবতী মা সেবা পেয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে সে প্রকল্পটি আজ বন্ধ হচ্ছে বলে এলাকাবাসী জানতে পেরেছেন। ডেলিভারি সেন্টারটিতে সকল আয়োজন থাকলেও বিড ওয়াইফ আয়োকে সরিয়ে নেওয়া হচ্ছে।এলাকাবাসী মনে করেন মিডওয়াইফ ও একজন আয়া থাকলে ব্যাবস্থাটি চালু রাখা সম্ভব।উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ যৌথভাবে উদ্যোগ নিলে হতদরিদ্র এ বিশাল জনগোষ্ঠী উপকৃত হতেন।তাই অবিলম্বে প্রকল্পটিও চালু রাখার আহ্বান জানান।

এম জি

শেয়ার