গাইবান্ধায় বিএনপির নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার পুরাতন স্টেশন বাদিয়াখালী বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগী শ্রী. বিপুল সাহা, দিদারুল ইসলাম, মো. ফিরোজ মিয়া, মো. মামুন মিয়াসহ অন্যরা। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন,বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর উপজেলার বাদিখালীখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম রহমান সুমন ও তার সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘুসহ সাধারন জনগনের জমি দখলসহ চাঁদাবাজি করছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা নেয়নি দল। তাই গোলাম রহমান সুমনের দলীয় সকল পদ থেকে অব্যাহতি ও তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এনজে