Top
সর্বশেষ
গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬

কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই

৩০ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে রোববার রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম।

এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের চান্দিনা স্টেশনের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে অবস্থা বেগতিক দেখে দাউদকান্দি স্টেশন থেকে দুই ইউনিট যুক্ত হয়। পরে কুমিল্লা স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস এ নিয়ে কাজ করছে।

ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, এখানে বিভিন্ন রকমের ছোট বড় দোকান ছিল। পুড়ে গেছে শতাধিক দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকানের সবকিছু চোখের সামনে পুড়ে গেছে।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নির্ণয়ের চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

এনজে

শেয়ার