Top

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল, সদস্য সচিব সজিব

৩০ ডিসেম্বর, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল, সদস্য সচিব সজিব
ঢাকা কলেজ প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার ৩৬৮ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ইংরেজি বিভাগের (২০১৯-২০) সেশনের মো. আফজাল হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে প্রাণিবিদ্যা বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী মো. সজিব উদ্দীন।

রোববার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির সিনিয়র যুগ্মআহ্বায়ক হলেন আমানুল্লাহ ফারাবি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু বকর সাঈম।

এ ছাড়া যুগ্মআহ্বায়করা হলেন- মাসকাউট হাসান তামিম, ফয়সাল প্রধান, ওমর ফারুক সরকার, মো. জাহাঙ্গীর আলম, তানজিমুল আবিদ, সাইফুল ইসলাম সাইফ, ওমেল মাহমুদ, ইমরান হোসাইন, রিয়াজুর রহমান, তাওহিদ ও মো. সাকিব কবির।

যুগ্ম সদস্য সচিব হলেন- এস বি সৈকত, মাহফুজুর রহমান, আবু আসলাম, আমিনুর রশিদ, মোসাব্বির হোসাইন, রয়েল হোসেন নয়ন, তাহমিদ আলম মাহিন, আজিজুর রহমান পাভেল, মাজহারুল ইসলাম সুজন ও সাজ্জাদ হোসাইন।

মুখ্য সংগঠক হয়েছেন মো. ইমরান নাজির। এ ছাড়া সংগঠক করা হয়েছে- ফরিদুল ইসলাম, ইমতিয়াজ নাঈম, মোহাম্মদ ইউসুফ, মিলাদ হোসাইন, আইয়ুব হোসাইন, মো. ইসমাইল নাঈম, হাওলাদার জুনাইদ জিতু, মো. সামিউল হাসান, মো. শাহিনুর ইসলাম, মাসুম রেজা মারুফ, এহসানুল হক শাহীন, আব্দুল্লাহ আল ফাহাদ, মো. শরিফুল ইসলাম ও মোহাম্মদ শামীম।

মুখপাত্র হলেন মো. আশরাফুল ইসলাম হাফিজ। সদস্য- মো. শফিকুল ইসলাম, আহনাফ আবিদ নিশাত, জি আর মুরছালিন, সুজন শাহ্, আরিফুল ইসলাম, আরেফিন ইসলাম আকিব, মো. আহসান নাবিল, মাহমুদ শান্ত, নাইমুল হাসান, আব্দুল্লাহ আল নোমান, রাব্বি আর হোসাইন, সাইফুল আলম রাজু, আশফাকুজ্জাম, ইউসুফ আলম খান, অনিক মাহমুদ, আরিফ হুসেন, হাসিবুল ইসলাম, জুয়েল আহম্মেদ, আশিশ দাশ, মো. ফজলুল করিম বিপুল, আসাদুজ্জামান নূর, নাদিম মাহমুদ নাঈম, রায়হান মিয়া, এম. এ রব, মেহেদী হাসান রিপন, আহমেদ শাহ্সা, কিব সিকদার, আরফান জামান আবির, জোবায়ের আহমেদ, মো. তারিকুল ইসলাম, এমদাদুল শোভন, ফাইজুর রহমান সানি, আতিক, আমিমুল এহসান সামির, ইমামুল ইসলাম, মো. নাঈম হোসাইন, কাজী মেহেদী হাসান, মামুন আব্দুল্লাহ, কাজী মেহেদী হাসান, ফারহান আদনান, মাসুম এহসান, রাজা রনি, মাহফুজ তালুকদার আশিক, মো. রাসেল, মেহেদী হাসান, মো. রাহেন বাবু, ফাহিম মাহমুদ, সানোয়ার হোসাইন, তানভীর হাসান, মোবারক হোসেন, মো. কামরুল হাসান, রাকিব, আবু সাঈদ আদনান, সাকলাইন মোস্তাক, আতিক হাসান, আশরাফুল ইসলাম, সাহিদ হাসান মেহেদী, তোফায়েল আহমেদ খান, নুরনবী হাসান, মো. রাসেল, রিয়াদ মুনসি, সাইমুন নূর ইসলাম শাওন, নুমান হাওলাদার, শিহাব মিয়া, ইউসুফ আব্দুল্লাহ, আফতাব আহমেদ, শেখ আইয়ুব আনসারি, মোহাম্মদ শিহাব, মুরাদ সরকার, আহামুদুর রহমান, আল শাহরিয়া, তানভীর আহমেদ সুহান, তোহিদুল ইসলাম, মো. ইউসুফ, আব্দুল গণি, মো. জুবায়ের ইসলাম, তানভীর আহমেদ বাপ্পী, নয়ন, নুর ইসলাম, মেহেদী হাসান, আমিনুর শেখ, রাকিব পাটওয়ারী, মো. কামরুল ইসলাম, সবুজ ইসলাম, মো. সাইমুন, সাইফুল ইসলাম অপু, জাহিদ হাসান, রহমত মিয়া, নাহিয়ান আহম্মেদ জাহিদ, রেজওয়ানুল হক রাজন, শাহ আলম, গিয়াস উদ্দিন, জাহিদ ইসলাম নয়ন, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, মাহামুদ হাসান অন্তর, জাহিদুল ইসলাম জাহিদ, মো. মনির, মো.রানা, সুজন আলী, মোহামাদ আলী সাফিন, শামীম হোসাইন, আরিফ মিয়া, এম কে ইসলাস প্রধান কানন, মুমিনুল ইসলাম, সাকিবুল হাসান, ফরহাদ হোসেন, ফয়সাল আহমেদ, ইমরান হোসেন, এলহামুল কাদির অন্তু, এস এফ এ জুলকার নাইন, রাজু আহম্মোদ, একারামুল হক, এস এম সায়েম রহমান, আজিজুল হক, সুমন ফকির, মোখলেছুর রহমান রাজ, মুহাম্মদ হুসাইন, ইমাম হোসেন, মিরাজুল ইসলাম মাহাদি, আজিজুল হক, ইকরামুল হোসাইন, শাহীন হোসাইন, শেখ মুক্তাদির বিল্লাহ, মো. অহিদুজ্জামান, রাসেল ইসলাম, মৃদুল শেখ, মো. রাকিব, মো. শামিউল হাসান, রাসেল রানা, সামছুল আরিফিন রিফাত, সজিব মৃধা, মীর রমজান, মো. মামুন, মো. সোহেল রানা, রেদোয়ানুল হক নিশাদ,খন্দকার নুরুদ্দিন আহম্মেদ রবিন, মাহফুজুর রহমান, মুস্তফা কামাল, হাসান ফকির, আরজু শেখ, মাহবুব হাসান, মো: নিয়ামুল ইসলাম, মোহাম্মদ সোহেলা রানা, রফিকুল ইসলাম রাফী, তাওফীক আব্দুল্লাহ, সাব্বির, আলিমুজ্জামান আবির, তুহিন হোসাইন, রিয়াজ উদ্দিন, নাফিস ইকবাল, সাবিবর হোসেন, হৃদয় খান, সাকিবুল হাসান, রাকিব হাসান নীল, আবির হোসেন অপু, মো. রাকিবুল হাছান, মো. মমিন, হাবিবুর রহমান, নয়ন সিকদার, রাসেল তালুকদার, ফারদিন, আদম সফি রিপন, মো. ওমর ফারুক, মোর্শেদ আলম, আরমান হোসেন, কামরুল ইসলাম, জাহিদ হাসান, কানন ইসলাম, আল আমিন সাব্বির, মোহাম্মদ ইকবাল, সাকিল আহমেদ, মো. শাহিন মাহমুদ, মো. ইমতিয়াজ ইসলাম, মেহেদী হাসান হৃদয়, আশিকুর রহমান, সম্রাট আকবর, অলিউল্লাহ জাহিদ, সাঈদ মাহদী হাসান, আশিকুর রহমান হিমেল, সিফাত মুনতাসির, জীবন চৌধুরি, মাহমুদুল হাসান, আব্দুস সালাম, আহম্মেদ সজিব, মো. মিনহাজ জামান, নাসিব ইসলাম নাঈম, আর.জে রাব্বি, আশিক মাহমুদ, আশিকুজ্জামান বাপ্পি, কমিরুল ইসলাম, তানজিম তামিম, রুবেল আহমেদ, শাকের উল্লাহ, মো. মাহমুদুল হাসান মিজান, আবদুল্লাহ আর শিফাত, সাকিবুল ইসলাম শিশির, মো. হোসাইন ভুইয়া, সৈয়দ ইমাম হাসান, নাঈম ইসলাম, আশরাফুল ইসলাম, আশরাফ সিদ্দিক নাহিন, ফাহিম, আফিফ আয়ান, নুর ইসলাম, তাওফীক আব্দুল্লাহ, তাসফিক খান তামীম, অমিত হাসান সজল, মো. বায়জিদ, ফাহিম শাহরিয়ার, রাসেল মিয়া, সাইমুন নূর ইসলাম শাওন, নুমান হাওলাদার, শিহাব মিয়া, আজগড় হোসেন, সাইফুল্লাহ হামদান, মো. রাকিব হাসান, সুমন রহমান, অলিউল্লাহ হাসান রাব্বানী, খালিদ বিন সিরাজ, সজিব হোসাইন, আরিফুল ইসলাম, মো. মোয়েন খান, জাফর, তানিম মাহমুদ, সালমান শাহ্স, বুজ শাহ্, মো. রিয়াদ কাজী, মো. আল আমিন, সালমান, মো. সালমান ফারাসি, জুনায়েদ হোসেন, আহাদুজ্জামান পিয়াল, আহসানুল হক লিমন, তন্ময় খান রুদ্র, মো. ইয়াসিন ইসলাম সাবাব, মোফাজ্জল হোসেন রাজু, রকি উদ্দিন, ইলিয়াস, মো. ইব্রাহিম খলিল, সাজিব কুমার দাস, নয়ন আলি, কামরুজ্জামান সাজিদ, রাফি হাসান, শাওন মাহমুদ, মেহেদী হাসান, মো. আরাফাত রহমান, মোহাম্মদ মামুন, জোনায়েদুল ইসলাম, মেহেদী হাসান মুরাদ, মেহেদী, মোহাম্মদ রবিন, অহির আলম শান্ত, রিফাত জিম, তুহিন আহমেদ ফয়সাল, জি এম সালমান সোহান, রিয়াদ, মোহাম্মদ জাহির হোসাইন, সালমান আহমেদ রিহান, ফয়সাল আহমেদ জীবন, দ্বীন ইসলাম শাহান, ইবুল শেখ, হৃদয় হাসান, শিহাব হাসান, মিরাজ হোসেন, রাসেল মিয়া, লামিয়া আক্তার, মেহেদি হাসান অভি, তানজিল হোসেন, মো. জামিউল হাসান ইরাম, মেহেদি হাসান ইমন, রেজওয়ানুর রহমান রিজভী, মো. মারুফ খান, মুয়িদ আল মুক্তাদির, মাহফুজুর রহমান, মনিরুল ইসলাম, মাসুদ খান, এম আর হিমেল, জি.এম হাসিবুল হাসান হালিম, কামাল উদ্দিন পাটওয়ারি, জোবায়ের হোসেন, মাহমুদ হাসান, ইউসুফ পাটোয়ারী, সিফাত হোসাইন, তানবির মাহতাব নাভিম, অহেদুজ্জামান, নাজমুল হাসান, তাহমিদ হোসেন লাজিম, মাহিন ভূঁইয়া, তৌহিদুল ইসলাম, জুবায়ের হোসেন, আহসান হাবিব, শরীফ হাসান অভি, আকরাম ইবনে হেলাল, মো. এনামুল, শিশির খানজা, নাবিদুল ইসলাম নীরব, তৌশিকুর রহমান, এম আর হিমেল, জি.এম হাসিবুল হাসান হালিম, কামাল উদ্দিন পাটওয়ারি, জোবায়ের হোসেন, মাহমুদ হাসান, ইউসুফ পাটোয়ারী, সিফাত হোসাইন, তানবির মাহতাব নাভিম, অহেদুজ্জামান, নাজমুল হাসান, তাহমিদ হোসেন লাজিম, মাহিন ভূঁইয়া, তৌহিদুল ইসলাম, জুবায়ের হোসেন, আহসান হাবিব, শরীফ হাসান অভি, আকরাম ইবনে হেলাল, মো. এনামুল, শিশির খানজা, নাবিদুল ইসলাম নীরব ও তৌশিকুর রহমান।

এম জি

শেয়ার