Top

বছরজুড়ে লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ

৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ
বছরজুড়ে লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক :

বছরজুড়ে পুঁজিবাজারে সূচক, মূলধন ও পুঁজি কমার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের উৎকণ্ঠা বেড়েছে। অস্থির বছর ২০২৪ সালে আগের বছরের চেয়ে লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ বছরে ডিএসইতে ১ লাখ ৪৮ হাজার ৬৩৯ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের বছরে হয়েছিল ১ লাখ ৪১ হাজার ৫৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭ হাজার ৫৭৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা বা ৫ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।

এ বছরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ২ হাজার ১০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। সবচেয়ে কম লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৬৩২ কোটি ৫১ লাখ টাকা।

 

এসকেএস

শেয়ার