Top

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি :

তীব্র কুয়াশায় মাঝপদ্মায় একটি ফেরি আটকে থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বন্ধ ছিল ফেরি চলাচল। দুই পাশে আটকে পড়ে পারাপারে অপেক্ষায় থাকা শতাধিক যানবাহন। এর প্রায় সোয়া দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে, নদীতে ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৬টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা সালাম হোসেন বলেন, আজ (মঙ্গলবার) ভোরের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নদীপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।’

তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌযান চলাচল শুরু হয়। নৌপথে ১৬টি ছোট-বড় ফেরির মধ্যে ৯টি ফেরি দিয়ে অপেক্ষমাণ যানবাহনগুলো পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

এনজে

শেয়ার