বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবং মহিলা প্লাটুনের রানিং ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
১০ জানুয়ারি (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ভর্তি পরীক্ষা ও পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট, বিএনসিসিও অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম এবং ক্যাডেট আন্ডার অফিসার মো. সামিন বখশ সাদী।
এ বছর বিএনসিসি ক্যাডেট ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগের ২০২২-২৩ (১৭তম ব্যাচ) এবং ২০২৩-২৪ (১৮তম ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক পুরুষ ও নারী শিক্ষার্থীকে সাময়িক ক্যাডেট হিসেবে মনোনীত করা হবে।
ভর্তি পরীক্ষা শেষে সামরিক প্রশিক্ষকের উপস্থিতিতে মহিলা প্লাটুনের রানিং ক্যাডেট কর্পোরালদের ক্যাডেট সার্জেন্ট পদে, ক্যাডেট ল্যান্স কর্পোরালদের ক্যাডেট কর্পোরাল পদে এবং ক্যাডেটদের ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পরীক্ষার প্রথম ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী ধাপে ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে পদোন্নতি পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
পদোন্নতি পরীক্ষায় মহিলা প্লাটুনের ১টি ক্যাডেট সার্জেন্ট, ১টি ক্যাডেট কর্পোরাল ও ১টি ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদের জন্য পরীক্ষা নেওয়া হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার মো. সামিন বখশ সাদী বলেন, “প্রতি বছরের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি প্রক্রিয়ায় আমরা কিছু ভিন্নতা এনেছি। পূর্বে দ্বিতীয় ধাপে স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার নিয়ে সাময়িকভাবে মনোনীত করে পর্যবেক্ষণ করতাম। তবে এবার দ্বিতীয় ধাপে শারীরিক সক্ষমতা যাচাই ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এই ধাপে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্তভাবে মনোনীত করার জন্য মৌখিক সাক্ষাৎকার নেওয়া হবে। ভর্তি প্রক্রিয়ার সব ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট সংখ্যক পুরুষ ও নারী শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করে ক্যাডেটশিপ দেওয়া হবে।”
উল্লেখ্য, “জ্ঞান ও শৃঙ্খলা” এই মূলমন্ত্র ধারণ করে ২০০৯ সালের ২৯ এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের যাত্রা শুরু হয়। বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন ৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্টের সেনা শাখার অধীনে কার্যক্রম পরিচালনা করে।
এনজে