Top
সর্বশেষ

ফেলানী হত্যা দিবসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ

০৮ জানুয়ারি, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
ফেলানী হত্যা দিবসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ
জাবি প্রতিনিধি :

ফেলানী হত্যা দিবসে ভারতীয় বাহিনী দ্বারা সীমান্তে হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বটতলা এলাকা থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, চব্বিশের আন্দোলন শুধু হাসিনার বিরুদ্ধে লড়াই ছিলোনা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিলো। ৫ আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের গালে চপেটাঘাত করেছি। স্পষ্ট করে বলে দিতে চাই ভারত সরকার যদি এখনও বাংলাদেশকে তার অঙ্গরাজ্য মনে করে তাদের এর উপযুক্ত জবাব দেয়া হবে। বিগত সরকারের আমলে যতগুলো চুক্তি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সেগুলো জনগণের সামনে আনতে হবে। সীমান্তে প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। তা নাহলে বাংলাদেশের মানুষ আবার ফুঁসে উঠবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, শুধু ফেলানি হত্যা নয় এরকম শত শত হত্যার বিচার বিগত ফ্যাসিস্ট সরকার করে নাই। যার কারণে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি হয়েছে। আমরা আগামীদিনে সীমান্তে আর কোন হত্যাকাণ্ড দেখতে চাইনা। নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের উপর সবসময় আধিপত্যবাদী মনভাব দেখিয়েছে। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। ফ্যাসিস্ট আমলের পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলতে হবে।তাহলে ভারত আর এই আধিপত্যবাদী মনোভাব দেখাতে পারবে না। আজকে আমরা ফেলানি হত্যার জন্য দাড়িয়েছি।আর যেন কোন ভাইবোনের জন্য দাড়াতে না হয়।

উল্লেখ্য, মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর মতে, জানুয়ারি ২০০৯ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত, বিএসএফ সীমান্তে ৫৮৮ জন বাংলাদেশীকে হত্যা করেছে এবং ৭৭৩ জন বাংলাদেশীকে আহত করেছে বলে অভিযোগ রয়েছে।

এনজে

শেয়ার