আন-নাহল একাডেমি খুলনার মনোমুগ্ধকর সুমধুর কোরআন মজলিস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মজলিসে প্রধান আলোচক ছিলেন আন-নাহল একাডেমি বাংলাদেশের চেয়ারম্যান প্রিন্সিপাল কনসালটেন্ট ব্রিটিশ সাফির এডুকেশন লন্ডনের শায়খ ড. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডনের শায়খ ক্বারী আহমাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক আরবি ইউনিভার্সিটি ঢাকা এর ডিন প্রফেসর ড. মুহাম্মদ ওয়ালিউল্লাহ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মুস্তাকিম বিল্লাাহ। সভাপতিত্ব করেন আন-নাহল একাডেমির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুল হুসাইন শাহেদ।
মজলিসে বক্তারা বলেন, আন-নাহল একাডেমির এই আয়োজন আধুনিক শিক্ষার সাথে ইসলামী মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় ইসলাম শিক্ষার প্রচার এবং সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে বর্ণ্যাঢ্য নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এসকেএস