Top
সর্বশেষ

খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার

০৬ জানুয়ারি, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার
খুলনা প্রতি‌নি‌ধি :

খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকা‌ল সাড়ে ১০ টায় খুলনার নৌঁঘা‌টি বা‌নৌজা তিতু‌মিরে এ সে‌মিনা‌রের আ‌য়োজন করা হয়।

নৌবাহিনীর বাংসরিক সমুদ্র মহড়া উপলক্ষে আয়ো‌জিত এ সে‌মিনা‌রে প্রধান অ‌তিথির বক্তৃতা ক‌রেন নৌঞ্চাল খুলনার রিয়ার এড‌মিরাল গোলাম সা‌দেক।

সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা ব্লু-ইকোনমির উন্নয়নে একটি সমস্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর গুরুতারোপ করেন।

সেমিনারে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, অত্যস্তমীর নৌ পথ সমূহের নাব্যতাসংকট থেকে উত্তরণের উপায়, টেকসই জাহাজ নির্মাণ প্রক্রিয়া, এবং পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভ্যন্ত‌রিণ জলাশয়ের দুষণ প্রতিরোধ কৌশলসমূহ, মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের নিশ্চিত করাসহ বি‌ভিন্ন বিষ‌য়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এ সময় খুলনা শিপইয়া‌র্ডের কর্মকর্তা ক‌্যাপ‌টেন জি, এম জুলহাস উ‌দ্দিন আহ‌মেদ, মোংলা বন্দর কর্তৃপ‌ক্ষের হারবার মাস্টার ক‌্যাপ‌টেন মোঃ শ‌ফিকুল ইসলাম, কমান্ডার মোঃ রা‌শেদুল ক‌রিমসহ বি‌ভিন্ন স্ত‌রের কর্মকর্তরা উপ‌স্থিত ছি‌লেন।

এম জি

শেয়ার