Top

প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা কলেজ

১১ জানুয়ারি, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা কলেজ
ঢাকা কলেজ প্রতিনিধি :

এটিএন বাংলার ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঢাকা কলেজ এবং প্রাইম ইউনিভার্সিটি। এতে চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজ।

শনিবার (১১ জানুয়ারি) সকালে এটিএন বাংলায় ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ডিবেট অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, তেজগাঁও, ঢাকা।

অনুষ্ঠানে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে ঢাকা কলেজ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে প্রাইম ইউনিভার্সিটি। অনুষ্ঠানটির মোশন ছিল ‘দেশকে জঙ্গি তকমা দেওয়া ছিল আওয়ামী শাসকদের ক্ষমতায় টিকে থাকার প্রধান হাতিয়ার’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

চ্যাম্পিয়ন হওয়ার পরে অনুভূতি প্রকাশে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদত হোসেন বলেন, আসলে প্রতিটি প্রতিযোগিতায় জেতা অত্যন্ত আনন্দের বিষয়। যদিও প্রাইম ইউনিভার্সিটি বিতর্কে ভালো করেছিল এরপরেও বিতর্কে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আসলে প্রতিটা প্রতিযোগিতাতেই হার জিত থাকে। আমাদের ঢাকা কলেজে আবাসন সংকট ক্লাস রুম সংকট সহ নানাবিধ সংকটকে কাটিয়ে উঠে ভবিষ্যতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আরো ভালো কিছু করবে বলে আমরা  আশাবাদী।

এনজে

শেয়ার