চাঁদপুরের মতলব উত্তরে এক প্রবাসীর স্ত্রীকে নিজ ঘর থেকে বের করে দিয়েছে আপন ভাসুর, জা ও ভাসুরপুত্র । শিশু সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন প্রবাসীর স্ত্রী ওই। উপজেলার তাতুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ৮ জানুয়ারি প্রবাসীর স্ত্রী নিলিমা আক্তার বাদী হয়ে ভাসুর আবুল কালাম মিয়াজী, স্ত্রী তাছলিমা ও পুত্র শেখ ফরহাদকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে ও গতকাল শনিবার বিকেলে সরজমিনে জানা যায়, নিলিমার স্বামী কাউছার মিয়া ও তার বড় ভাই আবুল কালামের যৌথ মালিকানাধীন ৪ রুমের একটি দালান আছে। দালানের দুইটি রুমে নিলিমা তার সন্তান নিয়ে বসবাস করে আসছে। ভাসুর আবুল কালাম নিলিমাকে দালান থেকে বের করে দিয়ে এককভাবে ভোগদখল করার চেষ্টায় করছে এবং নিলিমার সন্তান মোঃ সাহিম (৯)কে হত্যার চেষ্টা করছে। এ ভয়ে ভয়ে ৬ মাস ধরে নিলিমা তার ব্যবহৃত ২ রুমে তালা বন্ধ করে বাবার বাড়িতে চলে যায়। এদিকে সপ্তাহ খানেক আগে ভাসুর পরিবার নিলিমার রুমের তালা ভেঙ্গে সমস্ত মালামাল অন্যত্র সরিয়ে রুম সংস্কারের নামে দখলের চেষ্টা করছে। খবর পেয়ে নিলিমা এসে দেখে রুমের তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ অলংকার, ৬ টি বিদেশী কম্বলসহ আসবাবপত্র ও মালামাল নিয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী নিলিমা জানান,বিবাহের সময় আমার স্বামী ৪ ভরি দেয়।এগুলো নিরাপত্তার স্বার্থে আমার আরেক ভাশুর মাসুদ মিয়াজীর রাখি। আমার জা গত ৬ বছর পূর্বে ঐ স্বর্ন কৌশলে নিয়ে যায়। সেগুলো ফেরত চাইলে আমার সাথে বেপরোয়া আচরণ করে। ভাসুরপুত্র শেখ ফাহাদ প্রবাসে আমার স্বামীকে একাধিকবার মারধর করেছে। আমার স্বামীর পৈতৃক জায়গা ভাগবাটোয়ারা না করে তাদের ইচ্ছে মত ভোগদখল করার ষড়যন্ত্র করছে। তাদের এমন কর্মকান্ডে আমি ভীত ও আতংকিত। জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার ঘর বাড়িতে যাতে নিরাপদে বাস করতে পারি সেজন্য প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে বিবাদীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে বাদীনির ভাসুরপুত্র শেখ ফরহাদ সাংবাদিকদের সামনেই তার চাচী নিলিমার সঙ্গে খারাপ আচরণ করেন এবং হুমকি ধামকি দেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক বলেন, এ েবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এসআই ইউনুসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়ভাবে মীমাংসা না হলে আইনী ব্যবস্থ্যা গ্রহন করা হবে।
বিএইচ