Top
সর্বশেষ

শ্রীপুরে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এসআই’র বিরুদ্ধে

১২ জানুয়ারি, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
শ্রীপুরে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এসআই’র বিরুদ্ধে
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে চাঁদা দাবির অভিযোগ নথিভুক্ত করে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ১৩ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুনের বিরুদ্ধে। ভুক্তভোগী রাসেল আহাম্মেদ (মিয়া হাজী) (৪৫) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

রাসেল আহাম্মেদ মিয়া হাজী বলেন, প্রায় বছর খানেক যাবত তার বড় ভাই আবুল হোসেনের সাথে বাড়ীর পাশে চলাচলের রাস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা থেকে অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুনকে। তিনি (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করে একাধিকবার উভয় পক্ষকে নিয়ে থানায় বসেন। আলোচনা করে সমাধান না হওয়ায় অভিযোগটি নথিভুক্ত (এফআইআর) করার জন্য তাঁর কাছ থেকে ১৩ হাজার টাকা হাতিয়ে নেয় এসআই শামীম আল মামুন। টাকা নেওয়ার ১০/১২ দিন পেরিয়ে গেলে মামলা নথিভুক্ত (এফআইআর) করাতে পারেনি ওই এসআই। আপনি টাকা ফেরত চেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, টাকা চেয়ে কোন বেরে (ঝামেলায়) পরি। পরে যদি দারোগা আরো সমস্য করে এই ভয়ে আমি টাকা ফেরত চাইনি।

অভিযুক্ত শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুনকে মামলা নথিভুক্ত করার জন্য টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে সাংবাদিক পরিচয় শুনে বলেন, সাংবাদিকেরাতো এভাবে কথা বলে না। আপনি এভাবে উদ্ভট বিষয় জানতে চাইলে আমি এর উত্তর কি বক্তব্য দিব বলেন। প্রথমে স্বীকার করেন অভিযোগই দেয়নি। পরে স্বীকার করে বলেন রাসেল একটা অভিযোগ করেছে তার ভাইয়ের সাথে বিরোধ। অভিযোগে চাঁদাবজির কথা উল্লেখ করেন তিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং অযৌক্তিক।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক বলেন, আমি এইমাত্র আপনার (সাংবাদিককের) কাছ থেকে বিষয়টি জানতে পারলাম। খোঁজ নিয়ে বলতে পারব।

এম জি

শেয়ার