জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী হুসনে মুবারক বহিরাগত এক শিক্ষার্থীর হামলার শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি জাবি স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সিবগাতুল্লাহ আল ছামি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পেছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ফিল্ডওয়ার্কে থাকাকালে দুই বহিরাগতকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বিষয়টি সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাককে জানালে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হুসনে মুবারকের ওপর হামলা চালায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
আহত অবস্থায় হুসনে মুবারককে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে যান। পরে অভিযুক্তের অভিভাবকের উপস্থিতিতে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম তার কাছ থেকে মুচলেকা নেন।
এ বিষয়ে অধ্যাপক রাশিদুল আলম বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে। আজকের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমরা আরও কঠোর হব।
বিএইচ