Top

আকিজ তাকাফুল লাইফের সিইও পদে আলমগীর চৌধুরীর নিয়োগ প্রস্তাব বাতিল

১৫ জানুয়ারি, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
আকিজ তাকাফুল লাইফের সিইও পদে আলমগীর চৌধুরীর নিয়োগ প্রস্তাব বাতিল

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোহাম্মদ আলমগীর চৌধুরীর নিয়োগ অনুমোদন প্রস্তাব না-মঞ্জুর করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তাঁর বিরুদ্ধে জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার সনদ সংগ্রহ করা প্রমাণিত হওয়ায় তার নিয়োগ আবেদন বাতিল করেছে আইডিআরএ।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ ‘প্রবিধানমালা-২০১২’ এর আলোকে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোহাম্মদ আলমগীর চৌধুরীর নিয়োগের অনুমোদন প্রস্তাবের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৭৭তম সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে কোম্পানি কর্তৃক মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রস্তাবিত আলমগীর চৌধুরীর নিয়োগ অনুমোদন আবেদন, তার দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদ, কর্তৃপক্ষ দ্বারা তার পূর্বের দুটি কর্মক্ষেত্র হতে তদন্তপূর্বক প্রাপ্ত প্রতিবেদনসমূহের আলোকে জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার সনদ সংগৃহীত হয়েছে প্রতীয়মান হওয়ায় সিইও পদে নিয়োগ প্রস্তাব না-মঞ্জুর করা হয়।

এমতাবস্থায়, বীমা আইন, ২০১০ এর ৮০ (৪) ধারা মোতাবেক কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ একাধারে ০৩ (তিন) মাসের অধিক সময়ের জন্য শূন্য রাখা যাবে না। বিধায় ৩ মাস পূর্তির ১৫দিন পূর্বে ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২’ অনুযায়ী যোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ প্রস্তাব এবং মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদের অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তাকে মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করে প্রমাণসহ কর্তৃপক্ষ বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা করেছে আইডিআএ।

এম জি

শেয়ার