Top
সর্বশেষ

নাটোরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যু দাবি চেক বিতরণ

০৬ জানুয়ারি, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
নাটোরে জেনিথ ইসলামী লাইফের মৃত্যু দাবি চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক :

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নাটোরের বাগাতিপাড়া সার্ভিস সেন্টারের আয়োজনে মৃত্যু দাবি চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র বাগাতিপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নূরুজ্জামান।

তিনি বলেন, “মানবতার কল্যাণে বীমায় চাকরি করা প্রয়োজন। বীমায় কাজ করলে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে জেনিথ লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেনিথ লাইফে কোনো দাবি মুলতবি থাকে না।”

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া ইউনিয়ন আমির মাওলানা মোঃ শফিউল ইসলাম, বিএনপি’র বাগাতিপাড়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হায়দার রশীদ, আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মাহাতাব উদ্দিন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক সাজেদুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানির ডিএমডি সাংবাদিক আব্দুল মজিদ।

অনুষ্ঠানে মরহুম জুলফিকার আলী নমিনি মাহফুজা বেগমের হাতে এক লক্ষ পয়তাল্লিশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, গ্রাহক জুলফিকার আলী বার হাজার টাকার বার্ষিক একটি কিস্তি দিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর ছাড়াও একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বীমা খাতের উন্নয়ন ও মানবসেবায় বীমা কর্মীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিএইচ

শেয়ার