সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমার ঢাকা জোন অপারেশন সেন্টার- ১ ও ২ এর আওতাধীন উন্নয়ন কর্মীদের নিয়ে বর্ষ সমাপনী উপলক্ষে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার পুরানা পল্টনে অবস্থিত ডক্টরস টাওয়ারে এই আয়োজন করা হয়।
উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৪ সালের বর্ষ সমাপনীতে লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমার প্রধান আনোয়ারুল হক এসইভিপি ও একচ্যুয়ারী আফরিন হক এবং এআইএএ ও ইভিপি (গ্রুপ ও স্বাস্থ্য বীমা) রাজীব কান্তি সাহা ব্যবসা উন্নয়নে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। উন্নয়ন সভায় বীমা এজেন্ট ও ইউনিট ম্যানেজারগণ অংশগ্রহণ করেন।