Top

ছাঁদ ভেঙে পড়ার খবরে শিক্ষার্থীদের দেখতে এলো ঢাকা কলেজ ছাত্রশিবির

১৫ জানুয়ারি, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
ছাঁদ ভেঙে পড়ার খবরে শিক্ষার্থীদের দেখতে এলো ঢাকা কলেজ ছাত্রশিবির
ঢাকা কলেজ প্রতিনিধি :

ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন হলের ২০৮ নং কক্ষে ছাঁদ ভেঙে পড়ায় আতঙ্কিত আবাসিক শিক্ষার্থীদের দেখতে যান ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে যান ঢাকা কলেজ শিবিরের নেতৃবৃন্দ।

এ সময়ে শিবির নেতা আব্দুর রহমান আফনান বলেন, আমরা অধ্যক্ষ স্যারকে বলেছি পুরাতন হল গুলো ভেঙে নতুন করে হল নির্মাণ করা অথবা হল গুলোকে সংস্কার করা। এই ঘটনাটা যদি ঘুমন্ত অবস্থায় হতো তাহলে হয়তো দূর্ঘটনা ঘটে যেত। শুকরিয়া মহান আল্লাহর তিনি আমাদের সব সময় হেফাজত করেন তার উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা। আমরা আবারো স্যারের সাথে এ বিষয়ে আলোচনা করবো। আমরা ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে প্রিন্সিপাল স্যারকে ১২১ টি দফা দিয়েছিলাম তার ভিতরে ৮ টি দফা ছিল আবাসিক ছাত্রাবাস সংক্রান্ত।

এছাড়াও শিক্ষার্থীরা বলেন, শুধুমাত্র হল সংস্কার নয় নতুন করে হল নির্মাণ করতে হবে। ক্যাম্পাসে এবং ছাত্রাবাসে ছাত্র বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

উল্লেখ্য, গত সোমবার (১৩ তারিখ) শহিদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের ২০৮ নং কক্ষের ছাদ ভেঙে পড়ার ঘটনা ঘটে।

এম জি

শেয়ার