মূলত এটা পৌষ মেলা। কেউ বলে জামাই মেলা, আবার কেউ বলে মাছের মেলা। বলছিলাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বিনিরাইল (কাপাইস) গ্রামের মাছের মেলার কথা। আর এই দিনটিকে ঘিরেই ওই গ্রামে দিনব্যাপী চলে আনন্দ-উৎসব। দিনটির জন্য সারাটি বছর অপেক্ষায় থাকেন উপজেলাবাসী। এক টিকেটে দুই ছবি! বলাটা খুব বেশি অযৌক্তিক হবে না, এই মেলায় আছে একের ভেতর দুই। এক কথায় রথ দেখা আর কলা বেচা। কারণ এটা জামাই
মেলা হলেও, এখানে ছোট-বড় মাছের বিরাট মেলা বসে।
পৌষ মাসের শেষে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সরেজমিনে উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্যে বিনিরাইল (কাপাইস) গ্রামের ঐতিহ্যবাহী মাছের মেলায় গিয়ে দেখা যায় এই দৃশ্য। বক্তারপুর, জামালপুর ও মোক্তারপুর ইউনিয়নের চার মোহনায় বিনিরাইল (কাপাইস) গ্রামে বসে এ মাছের মেলা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন ছাড়াও গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে অনেক মানুষ কেবল এই মেলা উপলক্ষেই কালীগঞ্জে এসেছেন। প্রতি বছর পৌষ-সংক্রান্তিতে এক দিনের জন্য এ মেলা জমে উঠে। মেলা প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক মাছ ব্যবসায়ী বাহারি মাছের পসরা সাজিয়ে বসেছেন। মাছের মেলায় সামুদ্রিক পাখি, চিতল, বাঘাইড়, আইড়, বোয়াল, কালী বাউশ, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, ইলিশ, কাইকলা, রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশী মাছও। মেলায় বিভিন্ন ধরনের মাছের পাশাপাশি ফল, খেলনা, বিভিন্ন প্রকারের আচারসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হচ্ছে। প্রতি কেজি বালিশ মিষ্টি ৪০০ টাকা কেজি বিক্রি হয়। বালিশ মিষ্টি সর্বোচ্চ তিন কেজি এবং সর্বনিম্ন এক কেজি।
রাজধানীর বসুন্দরা নাঈম ফিশর মালিক নাঈম হোসেন, দালান বাজার এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট দাসসহ কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, প্রতি বছর এ মেলায় তারা মাছ নিয়ে আসেন। বড়-বড় মাছ নিয়ে আসেন মেলার আর্কষণ বাড়ানোর জন্য। তবে ইতিহাস ঐতিহ্যের কারণে বিনিরাইলের মাছের মেলায় কেনার চেয়ে দেখতে আসা মানুষের ভীড় দিন দিন বাড়ছে। তবে বেচা-কেনাকে মূখ্য মনে না করে স্থানীয়দের সাথে সম্পর্কের কারণে অনেক ব্যবসায়ী আসেন মেলায়।
কাপাসিয়ার পাবুর গ্রামের আব্দুল্লাহর জানান, এবার তিনি সাড়ে ৪ হাজার টাকার দুইটি ঘাসকার্প মাছ কিনেছেন। এর মধ্যে ৫ কেজি ওজনের ২১৭০ এবং ৬ কেজি ওজনের ২৫০০ টাকার একটি মাছ কিনেছেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।
মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক কবির দেওয়ান বলেন, মেলাটি প্রথম অনুষ্ঠিত হতো খুবই ক্ষুদ্র পরিসরে এটি অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ- সংক্রান্তি ও নবান্ন উৎসবে আয়োজন করা হতো।এলাকার জামাইরা বলেন, শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাওয়া বলে কথা। তাই এলাকার সকল জামাইদের নজর বিনিরাইলের মাছের মেলার বড় মাছটার দিকেই।
মেলা আয়োজক কমিটির সভাপতি মাওলানা আলী হোসেন বলেন, পৌষ মেলাটি এখন মাছের মেলা এখন জামাই এবং মাছের মেলায় পরিচিতি পেয়েছে। এ মেলা এখন আমাদের ঐতিহ্যে। সময়ের সঙ্গে সঙ্গে সার্বজনীন উৎসবে রূপ নেওয়া মেলাটি এখন এই এলাকার মানুষের হৃদয়ে খোরাক।এক দিনের জন্য মেলা চললেও স্থানীয় জমির মালিকেরা এ নিয়ে ক্ষুব্দ। মেলা জমিতে বসার কারণে জমির ওপর দিয়ে লোকজনের চলাচলের কারণে তাদের জমি ও ফসলের অনেক ক্ষতি হয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, পুরনো এই মেলাকে ঘিরে স্থানীয়ভাবে রয়েছে নানা ধরণের কথা। তবে ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে গ্রাম-গঞ্জে এ ধরণের আয়োজন আমাদের চিরায়ত বাংলার রূপই ফুটে উঠে। বিনিরাইলের মাছের মেলাটি স্থানীয় একটি ঐতিহ্য।
এম জি