টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক, বালিকা) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে শহিদ মারুফ স্টেডিয়াম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, টাঙ্গাইল ফুটবল ফেডারেশনের সভাপতি আলী ইমাম তপন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলার ১২টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকারা টুর্নামেন্টের শুরু থেকে নকআউট পর্বে অংশ গ্রহন করছে। প্রথম দিনের বালকদের খেলায় ঘাটাইল উপজেলাকে ২-১ গোলে হারিয়ে টাঙ্গাইল সদর বিজয়ী, বাসাইল ২-০ গোলে হারিয়ে সখীপুর বিজয়ী ও ধনবাড়ীকে ২-০ গোলে হারিয়ে নাগরপুর বিজয়ী হয়েছে। বালিকাদের খেলায় ঘাটাইলকে ৩-০ গোলের হারিয়ে টাঙ্গাইল সদর বিজয়ী, নাগরপুরকে ২-০ গোলে হারিয়েছে ধনবাড়ী বিজয়ী ও বাসাইলকে ২-০ গোলে হারিয়ে সখীপুর বিজয়ী হয়েছে। আগামী ১৮ জানুয়ারি টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল অনুষ্ঠিত হবে।
এম জি