বরগুনারে আগৈলঝাড়া উপজেলায় গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে ২শ ৪৫ বছরের প্রাচীন মারবেল মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে প্রতিবছর পৌষ সংক্রান্তিতে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় শুধু আগৈলঝাড়া উপজেলাই নয়, পার্শ্ববর্তী কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, ডাসার, মাদারীপুর, কালকিনি, গৌরনদী, উজিরপুর, বানারীপাড়াসহ বিভিন্ন জেলা ও উপজেলার সব বয়সের হাজার-হাজার কিশোর-কিশোরী, নারী-পুরুষ অংশগ্রহণ করে।
সরেজমিনে দেখা গেছে, রামানন্দের আঁক গ্রামের মেয়ে সোনাই চাঁদ এর ২শত ৪৫ বছর পূর্বে ৬ বছর বয়সে বিয়ে হয়। ৭ বছর বয়সে স্বামী মারা গেলে নি:সন্তান অবস্থায় শ্বশুরবাড়িতে একটি নিমগাছের গোড়ায় শিবের আরাধনা ও পূজা-অর্চনা শুরু করে। ক্রমশ: তাঁর অলৌকিত্ব ছড়িয়ে পরলে ওই স্থানে বাৎসরিক পূজার আয়োজন করা হয়।
এর পরে সে মা সোনাই চাঁদ আউলিয়া হিসেবে এলাকায় পরিচিতি পায়। মা সোনাই চাঁদ আউলিয়ার জীবদ্দশায় আনুমানিক ১৭৮০ ইং সাল থেকে শুরু করে অদ্যাবধি প্রতিবছর পৌষ সংক্রান্তির দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈষ্ণব সেবা, নিরামিশ খাবার, নবান্ন উৎসব, মারবেল মেলা ও মারবেল খেলার মাধ্যমে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
তাঁর মৃত্যুর পরে ওই বাড়িটি মা সোনাই চাদঁ আউলিয়ার বাড়ি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করে। প্রতিবছর এই দিনটি উপলক্ষে বৈষ্ণব সেবা, নাম সংকীর্ত্তন, কবিগান শেষে সোয়ামণ (৫০ কেজি) চালের গুড়ার সাথে সোয়ামণ গুড়, ৫০ জোড়া নারকেল ও প্রয়োজনীয় কলাসহ অন্যান্য উপাদান মিশিয়ে নবান্ন তৈরী করে মেলায় আগত দর্শণার্থীদের প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম আকষর্ন পৌষ সংক্রান্তিতে বাস্তুপূজা উপলক্ষে ২শত ৪৫ বছর ধরে এ গ্রামে মারবেল মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ওই বাড়ির মেয়ে মারবেল মেলা উপলক্ষে ঢাকা থেকে শিখা বিশ্বাস পরিবার সহ এসেছেন।
নবাবগঞ্জ থেকে মারবেল খেলার জন্য এসেছেন সুকদেব বিশ্বাস, বাগধা গ্রাম থেকে সুচিত্রা বিশ্বাস পরিবারের সকলকে নিয়ে মারবেল মেলায় এসেছে। তিনি জানান, মেলায় এসে মারবেল খেলতে পেরে আনন্দ লাগছে। ঢাকার একটি কলেজের ছাত্রী মৌপিয়া ঘোষ মোম প্রতিবছর এইদিনে রামানন্দের আঁক গ্রামে মামা বাড়ীতে এসে সকলের সাথে মারবেল খেলায় অংশ নেয়।
মারবেল খেলার মূল রহস্য সম্পর্কে স্থানীয় মনিমোহন বালা (৭৬) ও রিপন বিশ্বাস (৪৫) জানান, আমাদের পূর্বপুরুষরা এ খেলার মাধ্যমে মেলার প্রচলন করেছিল। যা আজও অব্যাহত আছে। তাদের উত্তরসূরী হিসেবে আমরা সেই প্রাচীন ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা চালাচ্ছি।
এদিনটিকে ঘিরে রামানন্দের আঁক গ্রামে মহোৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় অধিবাসীরা তাদের মেয়ে-জামাইসহ অন্যান্য আত্মীয়-স্বজনদের এ মারবেল মেলায় আমন্ত্রণ জানিয়ে আসছে। সরেজমিনে দেখা গেছে, প্রায় ৬ কি.মি এলাকা জুড়ে মারবেল খেলা চলছে। রাস্তার ওপর, বাড়ির আঙিনা, অনাবাদী জমি, পুকুরপাড়, বাগানসহ সর্বত্রই মারবেল খেলার আসর বসেছে। বিশ্বাস বাড়ির মন্দিরের পাশের জমিতে বসেছে বাঁশ-বেত শিল্প সামগ্রী, মনিহারী, খেলনা, মিষ্টি, ফলসহ বিভিন্ন ধরনের দোকান। মেলা উপলক্ষে বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে দোকানীরা।
মেলায় মারবেল বিক্রেতা ত্রিমুখী গ্রামের প্রদীপ বল্লভ বলেন, প্রতিবছর মারবেল বিক্রির জন্য এই দিনের অপেক্ষায় থাকি। বেচা-কিনা অন্য বছরের চেয়ে ভাল হচ্ছে। একশত পিচ মারবেল ২০টাকায় বিক্রি করছি।
বাকাল গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মিরাজ ফকির ও পশ্চিম রাজিহার গ্রামের ৫ম শ্রেনীর ছাত্রী ভুমিকা তালুকদার বলেন, সারা বছর টাকা জমিয়েছি মারবেল খেলার জন্য।
শিশু থেকে শুরু করে কিশোর, কিশোরী, যুবক-যুবতীরা মেলার প্রধান আকর্ষণ মারবেল খেলায় অংশগ্রহণ করেন।
মেলা কমিটির সভাপতি নির্মল মন্ডল ও আয়োজক প্রকৌশলী নিহার রঞ্জন বিশ্বাস বলেন আমাদের পূর্বপুরুষরা মেলার আয়োজন করে আসছিল, আমরা তাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। মেলার নির্দিষ্ট কোন জায়গা না থাকায় মেলায় আগত দর্শনার্থীদের একটু অসুবিধা হচ্ছে। মন্দিরের পার্শ্ববর্তী পুকুর ভরাট করা হলে মেলায় আগতদের সবার সুবিধা হবে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) সুশংকর মল্লিক সাংবাদিকদের জানান, এই মারবেল মেলায় আগত সাধারন লোকজন ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আমরা এসেছি। মেলায় মারবেল খেলার জন্য অনেকে দূরদূরান্ত থেকে এসেছেন তাদের জন্য পূর্ব থেকেই ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
বিএইচ