Top
সর্বশেষ

ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে খুন

১৫ জানুয়ারি, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে খুন
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর এক নেতার হত্যা মামলার আসামিকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে, কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বত্তরা। স্থানীয়রা তাকে পুলিশের সোর্স দাবি করলেও তা অস্বীকার করেছেন সংশ্লিষ্টার। পুলিশ বলছে, কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন ওই ব্যক্তি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম কাওসার আলী (৫০)। তিনি ওই এলাকার লুৎফর লস্করের ছেলে।

নিহতের পরিবার জানায়, গেলো রাত ১২টার দিকে ১৫/২০ জন মুখোশ পড়ে বাড়িতে এসে জোর করে তাকে তুলে নেয়। পরে বাড়ির পাশের রেলগেটে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়দের ভাষ্য, কাওসার বিগত সরকারের আমলে পুলিশের সোর্স হিসাবে কাজ করতেন।

কোটঁচাদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ কাউসারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ দুই পায়ের রগ কাটা ছিল। বাকিটা চিকিৎসকরা জানাতে পারবেন।

কাওয়ার পুলিশের সোর্স ছিলেন স্থানীয়দের এমন দাবি অস্বীকার করে তিনি জানান, কাউসার আলি ২০১৪ সালে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের জামায়াত নেতা এনামুল হক মাস্টার হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এম জি

শেয়ার