জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ আয়োজন শুরু হয়, যা বিকাল ৪টা পর্যন্ত চলে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। কেউ বই দেখছেন, আবার কেউ কিনছেন। শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজন এটাই প্রথম। উৎসবে বিভিন্ন শিক্ষক ও কর্মচারীদেরও বই কিনতে দেখা যায়।
শিবিরের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিবিরের কর্মসূচি ও প্রকাশনাসমূহের সাথে পরিচিত করা। এখানে আমাদের প্রকাশিত ক্যালেন্ডার, ডায়েরি, চাবি রিংসহ সমর্থক, কর্মী ও সাথী সিলেবাসের বইগুলো বিক্রয়ের জন্যে রাখা হয়েছে। শিক্ষার্থীদের এমন উৎসাহজনক অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ্, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তিসহ আরও বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, সম্প্রতি জাবি শাখা ছাত্রশিবির অনলাইনে কুইজ প্রতিযোগিতা আয়োজন করে এবং শিক্ষার্থীদের জন্য এককালীন মেধাবৃত্তি প্রদানের ঘোষণা দেয়।
বিএইচ