ভোলার চরফ্যাশনে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিতু বেগম নামের এক নারী। নিহত মিতু বেগম প্রবাসী বেলাল বেপারীর স্ত্রী।
বুধবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাবার বাড়িতে আত্মহত্যা করে মিতু।
মিতুর বড় ভাই বলেন, ৮ মাস আগে পারিবারিকভাবে বেলালের সাথে মিতুর বিয়ে হয়, বিয়ের পর থেকে স্বামী তাকে যৌতুকের জন্য মারধর করতো। মিতু কয়েকবার বাবার বাড়ি থেকে টাকা এনে দিলে বেলাল সেই টাকায় বিদেশ চলে যায়। ঘটনার কিছুদিন আগে মিতুর দাদা শীতের বিভিন্ন পিঠা, কয়েকটি হাঁসসহ মিতুর স্বামীর বাড়িতে বেড়াতে গেলে তার শশুর -শাশুড়ী ও ননদ মিলে তাদের সামনে মিতুকে মানসিক এবং শারিরীকভাবে নির্যাতন করে। এই ঘটনায় মিতু স্বামীর কাছে বিচার দিলে উল্টো গালমন্দ করে। এরপর শশুর বাড়ির লোকজন মিতুকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। বাবার বাড়িতে গিয়ে স্বামীকে ভিডিও কলে ফোন দিয়ে মিতু আত্মহত্যা করে।
শশীভুষন থানা অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল বলেন, চরফ্যাশন হাসপাতাল থেকে মিতুর লাশ উদ্ধার করে পোস্ট মোর্টেমের জন্য ভোলা পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি