দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আলহেরা শিল্পীগোষ্ঠীর ২০২৫ সেশনের সেটাপ সম্পূর্ণ হয়েছে। গত ১৭ জানুয়ারি শহরের একটি মিলনায়তনে আয়োজিত (শিল্পী সমাবেশ ও প্রতিনিধি নির্বাচন) অনুষ্ঠানে সংগঠনের ২০২৫ সেশনের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান তালিব এবং সহকারী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদ আলম মুন্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর শিল্প সম্পাদক :ওয়াহেদুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহেরা শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন , উপদেষ্টা সোহাগ উসমান।
এছাড়াও আলহেরা শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালকবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন- আব্দুল্লাহ, আব্দুল আজিজ, সাবেক সহকারী পরিচালক বিল্লাল হোসাইন, সাবেক থিয়েটার পরিচালক জয়নুল আবেদীন, সাবেক শিল্পী বিশিষ্ট ভয়েস আর্টিস্ট আবু সুফিয়ান বাপ্পি সহ বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।
১৯৯৪ সালের ৯ই ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
সুস্থ ও মননশীল সংস্কৃতির আলোয় আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে দ্বীপ জেলা ভোলায় সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আলহেরা শিল্পীগোষ্ঠী । তাদের এই সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার জন্য নতুন প্রতিনিধিদের মাধ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সুস্থ সংস্কৃতির প্রচার এবং সম্প্রসারণে তাদের অবদান আগামীতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
এএ