শেরপুর জেলার নকলা উপজেলায় বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার পৃথক মামলায় ২ সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নকলা প্রেসক্লাবের সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও কালবেলার উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন সরকার বাবু এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি নূর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৮জানুয়ারী) রাত ৮টার দিকে নকলা শহরের হলপট্টি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নকলা উপজেলার সমন্বয়ক এসএম মাসুমসহ ১০-১৫ জন সাংবাদিক নূর হোসেনকে ফোন করে ডেকে নিয়ে মারধর করে ও থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে গত বছরের ১২ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে রোববার(১৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিক নূর হোসেনকে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এদিকে সাংবাদিক নূর হোসেনকে আদালতে নিয়ে এলে তার সাথে দেখা করতে শেরপুর আদালতে আসেন নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ আরও কয়েকজন সাংবাদিক। এসময় আদালতের সামনে থেকে সাংবাদিক বাবুকে আটক করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে শহীদ সবুজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বৈষম্যবিরোধী আন্দোলন নকলার সমন্বয়করা জানান, সাংবাদিক নূর হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট শেয়ার করে আসছিলেন। এর আগেও তাকে সতর্ক করা হয়েছে। কিন্তু সে সংশোধন না হওয়ায় তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক নূর হোসেন সবশেষ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি পোস্ট তার ফেসবুক একাউন্টে শেয়ার করেন। অন্য দিকে মোশাররফ হোসেন সরকার বাবু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নকলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এনজে