Top
সর্বশেষ

সবাই সচেতন হলে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব: উপদেষ্টা রিজওয়ানা

২১ জানুয়ারি, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
সবাই সচেতন হলে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব: উপদেষ্টা রিজওয়ানা

পলিথিনের বিকল্প বহুকাল আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। তাই সবাই সচেতন হলে এর ব্যবহার বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর পরিবেশ অধিদফতরে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধকরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সনদ বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, পলিথিন উৎপাদন শ্রমিকরা মানবেতর পরিবেশে কাজ করলেও তা নিয়ে সোচ্চার নয় পলিথিন কারখানার মালিকরা। স্বার্থে আঘাত লাগছে বলেই পলিথিন নিষিদ্ধ করার পদক্ষেপের সমালোচনা করছে তারা।

তিনি আরও বলেন, পলিথিন ব্যবহার বন্ধ না হলে দেশের পরিবেশ বাঁচানো সম্ভব হবে না। একবার ব্যবহার্য পলিথিন যেন ট্রাকে করে ঢাকার বাইরে যেতে না পারে, সেজন্যও পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। এসময় হর্ন বাজানো বন্ধের ক্ষেত্রেও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন পরিবেশ উপদেষ্টা।

এম জি

শেয়ার