ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে গণসমাবেশ করেছে কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২ টায় গাজীপুর মহানগরীর কাশিমপুরের শ্রীপুরে সানসিটি মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে ৪২ হাজার শ্রমিকের পাশাপাশি স্থানীয় বাড়ীওয়ালা ও দোকান মালিক কর্মচারীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দিতে হবে। একই সাথে বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
এসময় শ্রমিকরা দাবি জানিয়ে বলেন, আমাদের প্রতিষ্ঠানের সকল ফ্যাক্টরি পুনরায় চালু করার এবং নিজেদের কর্মসংস্থান ও পরিবারের ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়েছি।
শ্রমিকরা আরো বলেন, যদি বেক্সিমকো কারখানা না চলে তাহলে আশেপাশে কোন কারখানা চলতে দিবো না। আমরা কেন বৈষম্যের শিকার হবো? বুধবার (২২ জানুয়ারি) সকালে আমরা কারখানায় কাজে যোগ দিতে চাই।
এসময় শ্রমিকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, বেক্সিমকোর দালালেরা হুশিয়ার-সাবধান। এক দফা এক দাবি বেক্সিমকোর খোলার দাবি।
ফ্যাক্টরি ম্যানেজার মুন্না বলেন, ছাত্র-জনতা যদি ২০২৪ এর গণঅভুথ্যান করতে পারেন। তাহলে ধরে নিন ২০২৫ শে আরো একটি গণ অভুথ্যান হবে। আপনারা কি এখন চোখে দেখেননা? বেক্সিমকোর ৪২ হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা মানবেতর জীবনযাপন করছে। কেন আপনারা আমাদের খোঁজ নিচ্ছেন না। কেন এই সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছেন না?
শ্রমিক নেতা মোশরেফা মিশু বলেন, এই সমাবেশ থেকে যে কর্মসূচি ষোষনা করবো ৪২ হাজার শ্রমিক সবাই এতে অংশে করবে। বর্তমান সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরবো। আগামী ২৪ ঘন্টার মধ্যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২১টি বন্ধ কারখানা খুলে দিতে হবে। বন্ধ ২১ কারখানার কোন শ্রমিককে ছাঁটাই করা চলবেনা এবং প্রতিমাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।
তিনি বলেন, গত ১৪ নভেম্বর রিসিভার বানানো হয়েছে। বিজিএমইএ’তে প্রশাসক নিয়োগ করেছেন। রিসিভার কি কাজ করছে? ৩ মাসে রিসিভার খোঁজে পাওয়া যায়নি। যে তিনটি প্রস্তাব দিয়েছি এগুলো মেনে নিন।
শ্রমিক নেতা আরও বলেন, মালিক বলে শ্রমিক হয়রানি হতে পারে না। আমি এক মিটিংয়ে বলেছিলাম প্রশাসক নিয়োগ দিতে। রিসিভার নাম রাখলেও প্রশাসকের মতো কাজ করতে হবে। রিসিভার রাখতে চাইলে প্রসাশকের মতো কাজ করতে হবে। আমার প্রস্তাব সরকার এই ২১ পোশাক কারখানাগুলো রাষ্ট্রয়াত্ব নিয়ে যাক।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে পোশাক কারখানা শ্রমিকরা ছিলো। তাহলে সবাই সুবিধা ভোগি হলে পোশাক কারখানা সুবিধা পাবে না কেন? আমি বলতে চাই, বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩ টা পর্যন্ত সরকারকে সময় দেওয়া হলো। সরকার যদি দাবি না মানে তাহলে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালন করা হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, দুপুর ২টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কারখানা খোলার দাবিতে ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গণসমাবেশ করেন।
উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা- সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এম জি