ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১৫ বছর ধরে বৈষম্যের শিকার শিক্ষক এবং শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। কমিটিকে আগামী এক মাসের মধ্যে রিপোর্ট উপস্থাপন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক হলেন আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। অন্য সদস্যরা হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত ১৫ বছর (২০০৯-২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব সম্মানিত শিক্ষক নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং এসময় শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার একটি বিবরণ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়।
কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের ইউনিটের আহ্বায়কদের সহযোগিতায় আগামী ১ মাসের মধ্যে একটি রিপোর্ট প্রস্তুত করে সাদা দল কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করবে। কেন্দ্রীয় কমিটি রিপোর্টটি চূড়ান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাবে। সাদা দলের সমর্থক শিক্ষকরা সহ সংশ্লিষ্ট অন্যান্যদের উক্ত কমিটিকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার জন্য সাদা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হলো।
এম জি