Top
সর্বশেষ

অর্থপাচার ও ঋণ জালিয়াতি : সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক

২২ জানুয়ারি, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
অর্থপাচার ও ঋণ জালিয়াতি : সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক
নিজস্ব প্রতিবেদক :

হাজার কোটি টাকা পাচারকার ও ঋণ জালিয়াতি সন্দেহে সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

তারেক আলমের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি ব্রিটিশ পাসপোর্টধারী।

জানা গেছে, দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করতে যাচ্ছে।

অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং নিয়মাচার ভেঙে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, এমন অভিযোগে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে দুদকে অনুসন্ধান চলমান রয়েছে। একইসঙ্গে অনিয়ম, দুর্নীতি, অর্থপাচারের অধিকতর অনুসন্ধান ও তদন্ত করতে তিন সংস্থার সমন্বয়ে যৌথ টিমও কাজ করছে।

বিএইচ

শেয়ার