Top
সর্বশেষ

পূবালী ব্যাংক খামারবাড়ি শাখায় ‘ইসলামী ব্যাংকিং কর্ণার’ উদ্বোধন

২২ জানুয়ারি, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
পূবালী ব্যাংক খামারবাড়ি শাখায় ‘ইসলামী ব্যাংকিং কর্ণার’ উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সকল শাখায় ‘ইসলামী ব্যাংকিং কর্নার’ স্থাপনের কার্যক্রম প‌রিচালনা করছে।

এই ধারাবাহিকতায় বুধবার (২২ জানুয়া‌রি) পূবালী ব্যাংক পিএলসি খামারবা‌ড়ি শাখা, ঢাকায় একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামী ব্যাংকিং কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক মোঃ ছাইফুল আলম, গেস্ট অব অনার হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। পূবালী ব‌্যাং‌কের ঢাকা উত্তর অঞ্চ‌লের অঞ্চল প্রধান ও মহাব‌্যবস্থাপক এ কে এম আব্দুর রকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের প‌রিচালক (প্রশাসন ও অর্থ) ডঃ মোঃ সাহিনুল ইসলাম, পরিচালক (হর্টিকালচার উইং) এস. এম. সোহরাব উদ্দিন, সাবেক মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খামারবাড়ি শাখার সহকারী মহাব্যবস্থাপক বদরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল আলম বলেন, ইসলামী ব্যাংকিং কেবল একটি আর্থিক সেবা নয়; এটি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক একটি আর্থিক ব্যবস্থার অংশ। পূবালী ব্যাংকের এ উদ্যোগ গ্রাহকদের জন্য ইসলামী ব্যাংকিং সহজলভ্য করে তুলবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইসলামী ব্যাংকিং কর্নার স্থাপন প্রস‌ঙ্গে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেবার চাহিদা ক্রমবর্ধমান এবং সেই চাহিদা পূরণের লক্ষ্যে পূবালী ব্যাংক ইতোমধ্যেই দেশের বিভিন্ন শাখায় ‘ইসলা‌মিক ব‌্যাং‌কিং কর্নার’ স্থাপন করেছে। এতে গ্রাহকরা আধুনিক প্রযুক্তি ও নিরাপদ ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন।

তিনি আরও বলেন, পূবালী ব্যাংক সমাজে শুদ্ধ ও নৈতিক ব্যাংকিং প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ইসলামী ব্যাংকিংয়ের প্রসারে আমাদের এ প্রচেষ্টা গ্রাহকদেরকে সেবার নতুন অভিজ্ঞতা দিবে, যেখানে তারা তাদের ধর্মীয় মূল্যবোধ ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। আমরা আশা করি, দেশের প্রতিটি অঞ্চলে এই সেবা পৌঁছে দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে একটি মানদ- স্থাপন করবে।

অনুষ্ঠানে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার