এনসিসি ব্যাংকের নেতৃত্বে সম্প্রতি দিনাজপুরে ‘ক্লাষ্টার ভিত্তিক অর্থায়ন’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ শফিকুল আলম, এনসিসি ব্যাংকের এসভিপি এবং এসএমই ও কৃষি প্রধান শরীফ মোহাম্মদ মহসীন এবং উত্তর অঞ্চলের প্রধান ওমর শরীফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া, এনসিসি ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ কামাল হোসেনসহ অন্যান্য তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকরা এসময় উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের নেতৃত্বে দিনাজপুর জেলার ৪২টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০৪ জন কর্মকর্তাসহ প্রায় ৯০ জন উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে ক্লাষ্টার ভিত্তিক অর্থায়ন এর উপর গুরুত্বারোপ করেন এবং ব্যাংকংগুলো অঞ্চলভিত্তিক এই ধরনের অর্থায়নে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বিশেষ অতিথির বক্তব্যে ক্লাষ্টার ভিত্তিক অর্থায়নের বিভিন্ন সুবিধাজনক দিকগুলো তুলে ধরেন এবং এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক এই ধরনের অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এম জি