একযোগে দেশের বিভিন্ন কারাগারের ১২ ডেপুটি জেলারকে বদলি করেছে কারা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী- ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জান্নাতুল ফেরদৌসকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারগারে, আবু ইউসুফকে দিনাজপুর জেলা কারাগারে, ময়মনসিংহ কেন্দ্রীয় কারগারের মো. বিলাল উদ্দীনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, শাহনাজ বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে, খাগড়াছড়ি কারাগারের মো. তোফায়েল আহম্মেদ খানকে মাদারীপুর জেলা কারাগারে, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সজীব কুমার সাহাকে গাজীপুর জেলা কারাগারে, মো. নাসির উদ্দিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ, সিলেট কেন্দ্রীয় কারাগারের মনির হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মোসা. মোতাহারা খাতুনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, বগুড়া জেলা কারাগারের জান্নাতুল রাকিবাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, দিনাজপুর কেন্দ্রীয় কারাগারের মহিলা ডেপুটি জেলার রোখসানা ইয়াসমিনকে বগুড়া জেলা কারাগারে এবং পিরোজপুর জেলা কারাগারের মো. মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগার প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
বিএইচ